স্পোর্টস ডেস্ক: বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আয়োজনে সিলেট সিক্সারসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছিল মুশফিকুর রহিমকে।
ড্রাফট অনুষ্ঠান শেষে গণমাধ্যমে মাশরাফি বলেন, ‘মুশফিক সবসময় চ্যাম্পিয়ন। মুশফিক যেকোন ম্যাচে, যেকোন সময়, যেকোন মুহূর্তে…. ও সবসময় সেরাটা দিয়ে আসছে। কিন্তু একজন খেলোয়াড়ের কি কোন নিশ্চয়তা আছে? অনফিল্ডে কেমন খেলবে সেটা নির্ভর করে ওইদিনের উপর।’
মাশরাফি আরো যোগ করেন, ‘খেলোয়াড় হিসেবে মুশফিক কেমন এই প্রশ্ন মনে হয় এখানের কারও আছে। এখন কেমন করবে সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। যে পরিকল্পনা ছিল সেটা অনুযায়ীই পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’