রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৬:৪০

মুশফিক ভক্তদের জন্য সুখবর

মুশফিক ভক্তদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডবল ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ভক্তদের সুখবর। ইনজুরি কাটিয়ে আজ থেকে ফিরে মাঠে তিনি। রোববার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে মাশরাফি ও সাকিবের সাথে অনুশীলন করতে দেখে গিয়ে তাকে।

আসন্ন এশিয়া কাপের আগেই পুরো ফিট মুশফিককে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন দলের ফিজিও। এদিন  মুশফিক অনুশীলনের  ফিরে এলো এখন পুরোপুরি ফিট নন তিনি।

গত ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পান মুশফিক। চোঠের কারণে এই সিরিজের বাকি ম্যাচগুলো খেলা হয়নি মুশফিকের। অবশেষ এক সপ্তাহে পর অনুশীলন দিয়ৈ মাঠে নামলেও দীঘক্ষণ ছিলেন না মুশফিক।  

২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে