স্পোর্টস ডেস্ক: ২০১৫ বছরটি বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একটি বছর। পুরো বছর জুড়ে টাইগাররা প্রতিপক্ষ দলের সঙ্গে একক আধিপত্য দেখিয়েছে। আর এসবরই অধিনায়ক মাশরাফির যোগ্য নেতৃত্বের গুণে। তারই বদৌলতে ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশ ভারত-আফ্রিকার মত দেশের সাথে সুনামের সঙ্গে জয় পেয়ে বাংলাদেশ।
তবে এবার আরো একটি সুনাম পেলেন তিনি। শুক্রবার প্রকাশিত উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। ২০১৪-১৫ বর্ষে দলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ স্বীকৃতি পান তিনি।
এই ক্যাটাগরিতে মাশরাফি ছাড়াও রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার ধাম্মিকা প্রাসাদ, ভারতের বিনয় কুমার, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের ইউনিস খান।
মাশরাফির এই বিরল কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়ে জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুশফিক লেখেন, উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ৬ ক্রিকেটারের একজন মাশরাফি মুর্তজা! অভিনন্দন ম্যাশ!
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর