রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৭:৫৭

আইপিএল বাজারে মুস্তাফিজের মূল্য কোটি ছাড়িয়ে যাবে!

আইপিএল বাজারে মুস্তাফিজের মূল্য কোটি ছাড়িয়ে যাবে!

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর জন্য ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান। আইপিএলে অংশগ্রহণ করার উপযোগী ৭০০ জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যা আগামী ২৫ জানুয়ারির মধ্যে ৩০০ তে নামিয়ে আনা হবে। এরপর ৬ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে নিলামে নির্ধারিত হবে কে কোন দলে কত দামে যুক্ত হবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে খেলতে দেবে কি না সেটি নিশ্চিত না হলেও নিলামের বাজারে যে মুস্তাফিজ ব্যাপক সাড়া ফেলবেন তা চোখ বন্ধ করে বলে দেয়াই যায়। বিসিসিআই এবারের আইপিএল নিলামের সাতক্ষীরার এই বাহাতি পেসারের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫৮ লাখ টাকারও বেশি। নিলামের সময় যেটি কোটি ছাড়িয়ে যেতে পারে বলেই অনুমেয়।

এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ মিলিয়ন রূপি। এই ক্যাটাগরিতে রয়েছেন যুবরাজ সিং, কেভিন পিটারসেন, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ ও শেন ওয়াটসন।
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে