স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুব টাইগারদের গায়ে থাকছে নতুন জার্সি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে ফ্রেশ ব্র্যান্ডের লোগো সম্বলিত নতুন জার্সি হস্তান্তর করেন মেঘনা গ্রুপ।
রোববার চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানে এই জার্সি মিরাজের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা মোস্তফা।
২৭ জানুয়ারি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ও বিসিবির সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন, বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, নির্বাহী পরিচালক তাইফ-বিন-ইউসুফ, জিয়াউদ্দিন আদিলসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস