স্পোর্টস ডেস্ক: এবার ৩-০ তে জয় পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটবিশ্ব শাসন করবে ভারত। এই সিরিজটি দিয়ে ভারত বসতে পারে রাজার আসনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৩-০ তে জয়ে পেলে এই জগতে নেতা ভারতীয় ক্রিকেট দল। যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে যায় ভারত। সেক্ষেত্রে আইসিসি-র টি টোয়েন্টি র্যাংকিংয়েও শীর্ষে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মনোবলও বেড়ে যাবে মহেন্দ্র সিংহ ধোনির দলের।
চলতি মাসের ২৬ তারিখ ভারত-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের প্রথম বল গড়াচ্ছে মাঠে। তিনটি ম্যাচেই যদি ভারত জয়ী হয়, তাহলে ১১০ থেকে ১২০ পয়েন্ট পেয়ে ভারত পৌঁছে যাবে এক নাম্বারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নেমে যাবে আট নাম্বারে। এই মুহূর্তে ভারতীয় দল আট নম্বরে রয়েছে। আর অজিরা রয়েছে দ্বিতীয় স্থানে। সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ।
আর যদি ২-১-এ সিরিজ জিতে নেয় ভারত, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নেমে যাবে ষষ্ঠ স্থানে। আর ভারত পৌঁছবে সপ্তম স্থানে। আর ছবিটা যদি উলটে যায়? অর্থাৎ অস্ট্রেলিয়া ৩-০ সিরিজ জিতে নেয় তা হলে তারা ১২৪ পয়েন্ট পাবে। আর ভারতের পয়েন্ট কমে হবে ১০৩। আর ২-১-এ অস্ট্রেলিয়া সিরিজ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২০।
২৪ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস