রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১০:৩৪:৫৪

‘আর ট্রপি জেতার হাহাকারে পুড়বেনা আর্জেন্টিনা’

‘আর ট্রপি জেতার হাহাকারে পুড়বেনা আর্জেন্টিনা’

স্পোর্টস ডেস্ক: সেই ৯৩’র কোপা আমেরিকাই সর্বশেষ টুর্নামেন্ট জেতার স্বাদ জিতেছিলেন আর্জেন্টিনা। এর মধ্যে একবার অলিম্পিক ফুটবলে সোনা জিতলেও সে তো আর জাতীয় দলের অর্জন নয়। টানা দুবার ট্রফি ছোঁয়ার নিশ্বাস দূরত্বে গিয়েও আর্জেন্টিনা পারেনি। দুবারই এই বেদনার আগুনে পুড়েছেন এ সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি।

সেই মেসি বলছেন, এবার আর একটুর জন্য হাহাকারের হতাশায় পুড়তে হবে না আর্জেন্টিনাকে। দুটি ফাইনাল গিয়েও হেরে যাওয়ার হতাশাই হবে আর্জেন্টিনার শক্তি। মেসির চোখ এ বছর অনুষ্ঠেয় বিশেষ কোপা আমেরিকার দিকে।

আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘টানা দুই ফাইনালে এমন হার দুঃখজনক। দুবারই শিরোপাটা দুটি হাত ফসকে গিয়েছে। তবে আমরা একদিন কিছু জেতার স্বপ্নটা পূরণ করবই। আমাদের লক্ষ্য অনেক বড়। গত কিছুদিন আর্জেন্টিনা খুব ভালো খেলছে। আমরা অনেক উন্নতি করছি, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে জিততে হলে এটা খুবই প্রয়োজন। আমি বিশ্বাস করি এবার আমরা ঘুরে দাঁড়াবই।’

 

গত দুটি ফাইনালে হারের জন্য ভাগ্যকেও দুষলেন মেসি। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টের ফাইনাল জিততে যে ভাগ্যটাও পাশে লাগে, ‘জার্মানির বিপক্ষে আমরা পেনাল্টি শ্যুটের কাছাকাছি চলে গিয়েছিলাম, যার জন্য আমরা মানসিকভাবে তৈরিও ছিলাম। আর চিলির বিপক্ষে আমরাই ভালো খেলেছি কিন্তু টাই ব্রেকারে হারতে হয়েছে আমাদের।’

তবে এভাবে আর ব্যর্থ হয়ে ফিরতে চান না মেসি। এ বছরকেই সেই লক্ষ্য পূরণে বেছে নিয়েছেন তিনি, ‘এ বছর আবারও কোপা আমেরিকা হবে এবং গতবারের তুলনায় আমাদের জেতার সুযোগটা আরও বেশি, কারণ আমরা এবার প্রস্তুত থাকব।’ সুত্র : প্রথম আলো

২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে