সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৪:০৫:৪৭

প্রাণে বাঁচলেন ব্রাজিলের কিংবদন্তী রোনালদিনহো!

প্রাণে বাঁচলেন ব্রাজিলের কিংবদন্তী রোনালদিনহো!

স্পোর্টস ডেস্ক : অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রাজিল দলের এক সময়কার মাঠ কাঁপানো খেলোয়াড় রোনালদিনহো।

গতকাল (রবিবার) কেরালায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসেছিলেন তিনি। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা যে এখনো তুঙ্গে তা আবার দেখা গেল বিশ্ববাসী।  

সোমবার সকালে স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে হোটেলে ফিরছিলেন। রাস্তার দু’ধারে তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। অনেকে উঠে পড়েছিলেন রাস্তার ধারের লাইট পোস্টের উপর। চাপ রাখতে  না পেরে তখনই সেই লাইট পোস্টটি তার গাড়ির সামনে ভেঙে পড়ে।
 

রোনালদিনহোর সামনে যে পুলিশ ভ্যান ছিল সেটা ততক্ষণে এগিয়ে গিয়েছে। পিছনেই ছিল রোনালদিনহোর গাড়ি। তার সামনেই রাস্তার মাঝখানে মানুষের চাপে ভেঙে পরে। ড্রাইভারের তৎপরতায় অল্পের জন্য রোনাল্ডোর গাড়ি বেঁচে যায়। লাইট পোস্ট ভেঙে পরতে দেখেছিলেন রোনালদিনহোর গাড়ির ড্রাইভার। আগেই থামিয়ে দেন গাড়ি। সূত্র : আনন্দ বাজার

২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে