রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ০৭:৫৭:১৯

ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা! গোটা ঘটনায় বিস্মিত সবাই!

ক্রিকেট মাঠে অপ্রীতিকর ঘটনা! গোটা ঘটনায় বিস্মিত সবাই!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে মাঠেই ঝামেলায় জড়ালেন অসি দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড। হোবার্ট হ্যারিকেনস বনাম সিডনি থান্ডার্সের ম্যাচে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। 

ব্যাটিংয়ের সময়ে ম্যাথু ওয়েড স্পিনার ক্রিস গ্রিনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। সেই সময় অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দেখা যায় ওয়েডকে ধাক্কা দিতে।

পানি পান বিরতির আগে গ্রিন বোলিং করছিলেন, কিন্তু ব্যাটসম্যান ম্যাথু ওয়েডে ব্যাটিং স্ট্যান্স থেকে সরে দাঁড়ান। এরপরই শুরু হয় কথার লড়াই। তখন পরিস্থিতি শান্ত করতে হ্যারিকেন দলের টিম ডেভিডকে দেখা যায় থান্ডার্সের বোলার গ্রিনকে সরিয়ে নিয়ে যেতে। কিন্তু বোলারের হয়ে ব্যাটসম্যান ওয়েডকে ধাক্কা মারেন ওয়ার্নার।

তখন ধারাভাষ্যকার স্টিভ ও’কিফ গোটা ঘটনাকে ‘অনভিপ্রেত’ এবং ‘অস্বাস্থ্যকর’ বলে বর্ণনা করেছেন। ফক্স ক্রিকেটের কমেন্টেটর ড্যান জিয়ান্নি গোটা ঘটনায় বিস্মিত হয়ে বলেন, এখানে হচ্ছেটা কী! টিম ডেভিডের হাত গ্রিনের কাঁধে। যাকে মোটেই সন্তুষ্ট লাগছে না। 

ও’কিফ বলতে থাকেন, ‘এটা মোটেই ঠিক হচ্ছে না। দুজনের মধ্যে ঠিক কী হয়েছে, জানি না। তবে দুজনের মধ্যে বন্ধুত্বের ইতিহাস রয়েছে। এ ঘটনা খেলার জন্য স্বাস্থ্যকর নয়। এভাবে কাউকে ধাক্কা মারা উচিত হয়নি। হয়ত ওরা মজা করছিল। তবে শারীরিক ভাবভঙ্গি দেখে তো তা মোটেই মনে হচ্ছে না। একটা ঘটনা যে ঘটেছে, বোঝাই যাচ্ছে।’

খেলা শেষে ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমরা জানি ম্যাথু ওয়েড কতটা খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। গ্রিন ওকে তাতিয়ে দিচ্ছিল। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই ওখানে হাজির হয়েছিলাম। কারণ ওরা একে অন্যের দিকে তেড়ে যাচ্ছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে