রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ১১:২৬:৪০

বিশ্ব রেকর্ড করল ভারত!

 বিশ্ব রেকর্ড করল ভারত!

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকাকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪০২ রান করে ২৯০ রানের বিশাল জয় পেয়েছিল নিউজিল্যান্ড। এত দিন নিউজিল্যান্ডের ২৯০ রানের জয়ই ছিল ওয়ানডে ক্রিকেটে রানের দিক থেক সেরা। 

২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করে ২৭৫ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯৯ রান করে ২৭২ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। 

রোববার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত। 

দলের হয়ে ১১০ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল। ৪৯ বলে ৪২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৩২ বলে ৩৮ রান করেন শ্রেয়াস আইয়ার।

টার্গেট তাড়ায় মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামির গতি আর কুলদীপ যাদবের স্পিনে বিভ্রান্ত হয়ে ২২ ওভারে মাত্র ৭৩ রানেই অলআউট হয় শ্রীলংকা। ভারতের হয়ে ৪ উইকেট নেন সিরাজ। দুটি করে উইকেট নেন শামি ও কুলদীপ।

৩১৭ রানে জয়ের মধ্য দিয়ে শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ভারত সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় শ্রীলংকা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes