সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ০৫:০৪:১৯

'খুব ভাল খেলেছে মার্তিনেস,' ডিগবাজি দিলেন অ্যাস্টন ভিলার কোচ

'খুব ভাল খেলেছে মার্তিনেস,' ডিগবাজি দিলেন অ্যাস্টন ভিলার কোচ

স্পোর্টস ডেস্ক: কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, এমিলিয়ানো মার্তিনেসের ব্যবহারে খুশি নন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেও ক্লাব থেকে ছাঁটাই হতে পারেন আর্জেন্টিনার মার্তিনেস। 

প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না তিনি। কিন্তু হঠাৎই ডিগবাজি দিলেন অ্যাস্টন ভিলার কোচের। তিনি প্রশংসা করে বলেন, 'খুব ভাল খেলেছে মার্তিনেস।' লিডস ইউনাইটেডকে ২-১ হারিয়েছে ভিলা। সেই জয়ে বড় ভূমিকা রয়েছে মার্তিনেসের। অন্তত দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি।

খেলা শেষে এমেরি বলেছেন, ‘‘আমরা একে অপরকে শ্রদ্ধা করি। দেশের হয়ে মার্তিনেস কী খেলেছে সেটা সবাই জানি। লিডসের বিরুদ্ধে খুব ভাল খেলেছে মার্তিনেস। তবে এর বেশি কিছু বলব না।’’ এমেরি যখন আর্সেনালের কোচ ছিলেন তখন সেই ক্লাবে খেলতেন মার্তিনেস। 

সেই সময় থেকে তাকে দেখছেন দলের কোচ। এমেরি বলেন, ‘‘আর্সেনালেও আমরা একসঙ্গে কাজ করেছি। ও আমাকে বরাবরই শ্রদ্ধা করে। ১৮ বছর বয়সে লন্ডনে এসেছিল মার্তিনেস। তারপরে দীর্ঘ পথ পেরিয়েছে। ওকে নিয়ে আমার গর্ব হয়।’’

কয়েক দিন আগে ইউরোপের ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত সব থেকে বড় সংস্থা ‘ফিকাজেস’ জানিয়েছিল, মার্তিনেসকে তাড়াতে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে তার ক্লাব। বিশ্বকাপ জয়ের পর থেকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া এই গোলকিপারকে রাখতে চাইছেন না কোচ। 

মার্তিনেসের মেজাজ এবং আচার-আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এমেরি। তাকে দল থেকে বার করে দিতে চান। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো শুরু হলেই তাকে বিক্রি করে দেওয়া হতে পারে। সেভিয়ার ইয়াসিন বুনুকে নেওয়ার চেষ্টা চলছে। 

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন মার্তিনেস। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম বড় কারণও তিনি। কিন্তু বিশ্বকাপ জেতার পর থেকে বিতর্কে জড়িয়ে পড়েন এমিলিয়ানো মার্তিনেস। 

সোনার গ্লাভস নিয়ে তার অঙ্গভঙ্গি থেকে শুরু করে দেশে ফিরে কিলিয়ান এমবাপের পুতুল নিয়ে উল্লাস, বার বার খবরের শিরোনামে তিনি। মার্তিনেসের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করেছে ফ্রান্স। অবশেষে সেই ঘটনায় পদক্ষেপ করেছে ফিফা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে