বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১১:১২:৩৩

দলের ভাবনা সাফ জানিয়ে দিয়ে গেলেন রোহিত শর্মা

দলের ভাবনা সাফ জানিয়ে দিয়ে গেলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা এখন অতীত। এবার কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার টিম ইন্ডিয়া খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও সম সংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ। আগামীকাল উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ মুখোমুখি দুই দল। 

প্রাক ম্যাচ নিয়মমাফিক সাংবাদিক বৈঠকে এসেছিলেন ক্যাপ্টেন রোহিত। কিউয়িদের বিরুদ্ধে চোখ থাকবে ভারতীয় দলের মারকুটে ব্যাটার ঈশান কিশানের দিকে। বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফরম্যাটে দ্রুততম দ্বি-শতরানের রেকর্ড করেছিলেন ঈশান। 

এরপরেও টানা তিন ম্যাচ তিনি ছিলেন রিজার্ভে। যা নিয়ে বিস্তর সমালোচনা হয়। ব্যক্তিগত কারণের জন্য কেএল রাহুল নেই এই সিরিজে। স্বাভাবিক ভাবেই দরজা খুলে যাচ্ছে ঈশানের জন্য। দলের ভাবনা সাফ জানিয়ে দিয়ে গেলেন রোহিত। 

এদিন সাংবাদিকদের রোহিত বললেন, 'ঈশান ব্যাট করবে মিডল-অর্ডারে। আমি আনন্দিত যে, সে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত নক খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান করতে পারবে। আমরা কোনও কিছু নিয়েই সমঝোতা করতে চাই না। আমরা সেরা এগারোজনকেই খেলাতে চাই।'

অধিনায়ক বলেন, 'আমাদের কাছে চ্যালেঞ্জিং আট এবং নয় নম্বর জায়গাটা। সে কারণেই শার্দূল ঠাকুরকে আনা। আট নম্বর জায়গায় শার্দূল আমাদের এগিয়ে রাখবে। এই একটা জায়গাতেই আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যদি আমরা মাঝের দিকে উইকেট হারিয়ে ফেলি।' 

রোহিত বলেন, 'আমরা সৌভাগ্যবান যে, আমাদের দলে এমন স্পিনাররা রয়েছে, যারা অলরাউন্ডার, ব্যাট করতে পারে। ওয়াশিংটন, অক্ষর, জাদেজা ও শাহবাজরা গভীরতা দিতে পারবে। চাহাল ও কুলদীপের মতো কোয়ালিটি রিস্ট স্পিনাররাও রয়েছে। চূড়ান্ত একাদশ বেছে নেওয়ার সময় আমরা বৃহত্তর চিত্রের দিকেই তাকাব।'

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে