বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৪:৩০

সৌদি আরবে এই দুটি সমস্যার সামনে রোনালদো

সৌদি আরবে এই দুটি সমস্যার সামনে রোনালদো

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার সেই ম্যাচে তিনি মুখোমুখি হবেন লিওনেল মেসির পিএসজির বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগেই সৌদি আরবে দুটি সমস্যার সামনে রোনালদো। এখানে খেলতে হলে যা কাটিয়ে ওঠার চেষ্টা করতেই হবে তাকে। 

কোন দুই সমস্যার মুখে পড়তে পারেন রোনালদো? প্রথমত, আরবের আবহাওয়া। রোনালদো তার কেরিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন ইংল্যান্ড, স্পেন এবং ইটালিতে। সেই জায়গাগুলির থেকে আরবের আবহাওয়া অনেকটাই আলাদা। আরবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। 

সন্ধ্যায় খেলা হলেও ৩৭ বছরের রোনালদোকে খেলতে হবে গরমের মধ্যেই। সেই সময়ও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। আরবের এক সংবাদমাধ্যমের প্রতিনিধি বলেন, “রোনালদোর জন্য এই আবহাওয়ায় খেলা খুবই বড় পরীক্ষা। তবে আমার মনে হয়ে ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারবে।”

দ্বিতীয়ত, স্টেডিয়ামের দর্শকসংখ্যা। রোনালদো খেলবেন আরবের প্রো লিগে। সেই লিগে খেলে ১৬টি দল। আল নাসেরে যোগ দেওয়া রোনালদোর ঘরের মাঠে ২৫ হাজার লোক ধরে। কিন্তু এই লিগে খেলা অনেক দলের ঘরের মাঠে ১০ হাজার লোকও ধরে না। এত কম দর্শকাসনের স্টেডিয়ামে খেলার অভ্যেস নেই রোনালদোর। 

তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন স্যান্টিয়াগো বার্নাবিউতে। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি খেলতেন ওল্ড ট্র্যাফোর্ডে। যে মাঠকে বলা হয় ‘থিয়েটার অফ ড্রিমস’। বহু ফুটবলারের স্বপ্ন থাকে এই মাঠে খেলার। এসব স্টেডিয়ামের গ্যালারিতে থাকতে ৮০-৯০ হাজার দর্শকাসন।

সেই সব স্বপ্নের মাঠ ছেড়ে রোনালদো সৌদি আরবে এমন কিছু মাঠে খেলবেন, যে সব মাঠের ধারে রয়েছে দৌড়নোর ট্র্যাক। সব স্টেডিয়াম ম্যাচ আয়োজন করার মতো অবস্থাতেও থাকে না। বেশির ভাগ সময় স্টেডিয়াম ফাঁকা থাকে। দর্শক আসে না। 

এমন ফাঁকা মাঠ দেখতে অভ্যস্ত নন রোনালদো। কিন্তু সৌদি আরবের মানুষ আবার দর্শক ভর্তি ফুটবল স্টেডিয়াম দেখতে অভ্যস্ত নয়। বৃহস্পতিবার রোনালদো বনাম মেসি ম্যাচটি হবে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই মাঠে যদিও ৬৮ হাজার মানুষ একসঙ্গে ম্যাচ দেখতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে