 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার দল সিরিজের প্রথম জয় উদযাপন করলেও, হার্দিক পান্ডিয়ার বিতর্কিত আউট নিয়ে এই মুহূর্তে তোলপাড় ক্রিকেট দুনিয়া।
ম্যাচ চলার সময়ই হার্দিকের আউটের ভিডিও টুইটারে পোস্ট করে দেয় বিসিসিআই। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ''আউট অর নট আউট!' হার্দিক কিংবা দলের কোনও সদস্য সেই আউট নিয়ে মুখ খোলেননি। তবে ধারাভাষ্য দেওয়ার সময় রবি শাস্ত্রীর পর এবার গর্জেছিলেন।
এবার আম্পায়ার কে অনন্তনারায়ণনের উপর গর্জে উঠলেন হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ। বাকিদের মতোই হার্দিকের স্ত্রী তোপ দেগেছেন তৃতীয় আম্পায়ারের দিকেই। আউট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাতাশা। নাতাশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিকের আউট হওয়ার সেই মুহূর্তের দুটি ছবি পোস্ট করেছেন।
সেই ছবির পাশে তিনি লিখেছেন, ‘ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ হয়নি। বোল্ডও হয়নি। তা হলে এটা কেন আউট দেওয়া হল?’ আউট হয়ে ফিরে যাওয়ার সময় অবাক হয়ে এই একই প্রশ্ন করেছিলেন ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী।