স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের মাটিতে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখার অপেক্ষায় যারা বসেছিলেন তারা খেলা শুরুর আগেই পেলেন এক চমৎকার চমক। খেলা শুরুর আগেই অমিতাভ বচ্চনের দেখা পেলেন তারা।
সৌদির মাঠে ফুটবল-বলিউড মিলেমিশে একাকার হয়ে গেল। মেসি ও রোনালদোর সঙ্গে অমিতাভ বচ্চনের চমৎকার চমক দেখা গেল। খেলা শুরু হওয়ার আগে হঠাৎই দেখা যায়, সৌদির কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ। কালো প্যান্ট, ঘিয়ে ব্লেজার পরেছিলেন তিনি।
সৌদির কর্মকর্তাদের সঙ্গে মাঠে নামেন তিনি। মাঠে তখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন পিএসজি ও রিয়াধ অলস্টারের ফুটবলাররা। তাদের সঙ্গে হাত মেলান অমিতাভ। মেসি ও রোনালদোর সঙ্গে হাত মেলানোর সময় তাকে একটু বেশিই উত্তেজিত বলে মনে হচ্ছিল।
মেসি-রোনালদো বাদে কিলিয়ান এমবাপে ও নেইমারের সঙ্গেও হাত মিলিয়েছেন অমিতাভ। শেষে সবার সঙ্গে ছবিও তোলেন তিনি। অমিতাভের ফুটবল প্রীতি সবার জানা। অনেক বার জানিয়েছেন, প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সমর্থক তিনি। ফুটবলের টানে এ বার সোজা সৌদি আরবে উড়ে গেলেন অমিতাভ।
দেখা করলেন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারদের সঙ্গে। সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পরে এই প্রথম মাঠে নামলেন রোনালদো। সৌদির দুই ক্লাব আল নাসের ও আল হিলালা মিলে তৈরি হয়েছে রিয়াদ অলস্টার। তাদের সঙ্গে খেলতে এসেছে পিএসজি। বিশ্বকাপের পরে আবার মাঠে একসঙ্গে দেখা যাচ্ছে মেসি-রোনালদোকে।