বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৭:৪৮:২৫

শেষ আটে কে যাচ্ছে, বায়ার্ন না পিএসজি?

শেষ আটে কে যাচ্ছে, বায়ার্ন না পিএসজি?

স্পোর্টস ডেস্ক : পিএসজি না বায়ার্ন মিউনিখ, শেষ আটে কে যাচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আজ রাতে মুখোমুখি পিএসজি ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ১-০ গোলে জিতে এগিয়ে থাকা বায়ার্ন ফিরতি লেগ খেলবে নিজেদের মাঠে। 

বাভারিয়ানদের হারিয়ে শেষ আটের টিকিট পাবে তো মেসি-এমবাপ্পের পিএসজি? শেষ আটে যেতে হলে ফিরতি লেগে পিএসজিকে জিততে হবে ২-০ গোলে। তবে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ কতটা শক্তিশালী, তা সবারই জানা। 

পিএসজির আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি কোনোকিছুই অসম্ভব মনে করছেন না। মেসি বলেছেন, ‘খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে, যেখানে ছোট ছোট বিষয়গুলো ভাগ্য গড়ে দেবে। এই স্টেডিয়ামে জেতা খুবই কঠিন। কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত এবং ঘুরে দাঁড়াতে সক্ষম।’

এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না পিএসজি। শুধু তাই নয়, গোড়ালির ইনজুরির কারণে চলতি মৌসুমেই হয়তো ব্রাজিল সুপারস্টারকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। তবে নেইমার না থাকলেও খুব বেশি সমস্যা মনে করছেন না পিএসজি কোচ গালতিয়ের। বরং কিলিয়ান এমবাপ্পের উপস্থিতি দলকে বাড়তি প্রেরণা জোগাবে।

তিনি বলেন, ‘নেইমারের না থাকাটা পরিষ্কারভাবে এটা দলের ক্ষতি। আমি বলব, তাঁর থাকাটা গোল করার জন্য ভালো। কিলিয়ানের (এমবাপ্পে) মতো খেলোয়াড় থাকায় দলের গভীরতা আরও বাড়বে। 

আশা করি, বায়ার্নের অর্ধে আমরা বলের দখল নিতে পারব। আর এমবাপ্পের মতো খেলোয়াড় থাকায় আমরা নিজেদের সৌভাগ্যবান ভাবছি। এ ম্যাচটি নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আমরা দারুণ একটি ম্যাচ খেলতে পারব বলেই মনে করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে