বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ১০:৪০:২৮

আহমেদাবাদ টেস্টে টসে জিতে ব্যাট করছে অজিরা

আহমেদাবাদ টেস্টে টসে জিতে ব্যাট করছে অজিরা

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে শুরু হলো দুই দেশের চতুর্থ ও শেষ টেস্ট। বর্ডার-গাভাস্কার সিরিজের অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে টস জিতে ব্যাট করছে অজিরা।

আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ম্যাচ শুরু আগে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ। 

ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন দুই প্রধানমন্ত্রী।ক্রিকেটারদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত  গাইলেন দুই দেশের প্রধানমন্ত্রী।

আগের তিন টেস্টে পিচ নিয়ে বিতর্ক হলেও আহমেদাবাদ টেস্টের উইকেট দেখে খুশি দুই দলের অধিনায়ক। টসের পর তাদের মনোভাব ব্যক্ত করেন রোহিত শর্মা ও স্টিভেন স্মিথ। 

এ ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। মোহাম্মদ শামি প্রথম একাদশে সিরাজের পরিবর্তে জায়গা পেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে