বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০২:০৯:৪৩

কপাল পুড়ল মেসির : ৮ বছর অধরা চ্যাম্পিয়ন্স শিরোপা

কপাল পুড়ল মেসির : ৮ বছর অধরা চ্যাম্পিয়ন্স শিরোপা

স্পোর্টস ডেস্ক :  পিএসজির সঙ্গে ব্যর্থতার পাল্লা ভারী হলো লিওনেল মেসির। আর কত বছর অপেক্ষা করতে হবে পিএসজিকে? এ নিয়ে টানা ১১বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ব্যর্থ হলো ফরাসি জায়ান্ট।

টানা ৮ বছর ইউরোপসেরার মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে গেল মেসির জন্য। সবশেষ ২০১৫ সালে বার্সেলোনার হয়ে ইউরোপীয় মঞ্চে শিরোপা উৎসব করেছিলেন তিনি। 

এর পর থেকে আর সেই স্বাদ পাওয়া হয়নি বিশ্বকাপজয়ী অধিনায়কের। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। মেসির মতো ব্যর্থও কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচে খুঁজেই পাওয়া গেল না তাকে।

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ব্যক্তিগত সেরা দুই পুরস্কার জিতেছেন পিএসজির দুই তারকা মেসি ও এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিকসহ ৮ গোল করে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। 

আর ফাইনালে দুটিসহ মোট ৭ গোলে বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডন বল জেতেন মেসি। অথচ দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিটও বায়ার্ন মিউনিখের জালে গোল দিতে পারেননি কেউই। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে যায় পিএসজি। 

টানা ৮ বছর শিরোপাহীনভাবে ইউরোপসেরার মঞ্চ থেকে বিদায় নিলেন তিনি। ফলে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের ঘণ্টা বেজে যায় ফরাসি চ্যাম্পিয়নদের। একই সঙ্গে কপাল পুড়ল মেসিরও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে