রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১০:০৯:২১

ভারত কঠিন জবাব দিচ্ছে অজিদের

ভারত কঠিন জবাব দিচ্ছে অজিদের

স্পোর্টস ডেস্ক : ভারতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে এসে দেখা মিলল ভিন্ন চিত্র। প্রথন দুই দিনের মতো এদিনও পিচ ছিল ব্যাটিং সহায়ক। বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম তিন টেস্ট শেষ হয়ে যায় তৃতীয় দিনেই।  এর সুবিধা নিয়ে দারুণ এক শতক হাঁকান শুভমান গিল। আর এক বছরের বেশি সময় পর লাল বলে অর্ধশতক করলেন বিরাট কোহলি।

এতে আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার রান পাহাড়ের জবাবটা ভালোভাবেই দিচ্ছে ভারত। তৃতীয় দিন শেষে রোহিতদের সংগ্রহ ৩ উইকেটে ২৮৯ রান। সাদা বলের দুর্দান্ত ফর্মটা টেস্টেও টেনে আনেন গিল। ২৩৫ বলে ১২৮ রানের ইনিংস খেলেন তিনি। দেশের মাটিতে প্রথম টেস্ট শতকের ইনিংসটি ছিল ১২ চার ও এক ছক্কায় গড়া। ১৫ ইনিংস পর অর্ধশতক করে ৫৯ রানে অপরাজিত আছেন কোহলি। 

তৃতীয় দিন বিনা উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। প্রথম ঘণ্টার শেষ দিকে রোহিত শর্মাকে ফিরিয়ে ৭৪ রানের জুটি ভাঙেন ম্যাথিউ কুনেমান। বাঁহাতি স্পিনারের বলে শর্ট এক্সট্রা কাভার ফিল্ডারকে ক্যাচ দেন ভারত অধিনায়ক (৫৮ বলে ৩৫)। এরপর দলকে এগিয়ে নেন গিল ও চেতেশ্বর পুজারা। 

গিল অর্ধশতক করেন ৯০ বলে। চা-বিরতির আগে বাউন্ডারি হাঁকিয়ে ১৯৪ বলে পূর্ণ করেন দ্বিতীয় টেস্ট শতক। ওই ওভারেই পুজারার (৪২) বিদায়ে ভাঙে ১১৩ রানের জুটি। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে আরেকটি অর্ধশতাধিক (৫৮) জুটি গড়েন গিল। তাকে এলবিডব্লিউ করে থামান অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে