রবিবার, ১২ মার্চ, ২০২৩, ০৯:৫৫:৪২

এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পর বাংলাদেশে আসছে আরেক দেশ

এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পর বাংলাদেশে আসছে আরেক দেশ

স্পোর্টস ডেস্ক : আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা৷ একই দিনে দেশে এসে পৌছেছে পরবর্তী সিরিজের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এর পরে আসবে আফগানিস্তানও৷ এর মাঝেই আইপিএলে খেলার কথা টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমানের।

তারা আইপিএলে যাওয়ার অনুমতি পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এগুলো নিয়ে এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি তার। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে এই ব্যাপারে ভেবে দেখবে বোর্ড।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ও (সাকিব) এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।’

যদিও ফেব্রুয়ারিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়েছিলেন জাতীয় দলের সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারকেই আইপিএলে খেলার অনুমতি দেবে না বোর্ড। ফলে বোঝাই যাচ্ছে সাকিবদের আইপিএলে খেলার ব্যাপারে এ কয়দিনে কিছুটা হলেও নমনীয় হয়েছে বোর্ড।

পাপন বলেছিলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই (আইপিএলে খেলার অনুমতি দেয়ার)। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার কথা ভাবছে বিসিবি। আসন্ন এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ। দল চূড়ান্ত হলেই এই ব্যাপারে খোলাসা হয়ে যাবে। সাকিব-লিটনদের বিশ্রাম দেয়া হলে দরজা খুলে যাবে তাদের আইপিএলে খেলারও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes