শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ০৭:৫৮:১৮

যা করলেন সাকিব, বিশ্বেই এই রেকর্ড আছে মাত্র তিনজনের!

যা করলেন সাকিব, বিশ্বেই এই রেকর্ড আছে মাত্র তিনজনের!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেই ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এবার পেরিয়ে গেলেন ৭০০০ রানের মাইলফলক। 

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাকিব সাত হাজারি ক্লাবের সদস্য হলেন। তবে একটা জায়গায় বাংলাদেশে তার ধারেকাছে কেউ নেই। শুধু বাংলাদেশে কেন, বিশ্বেই এই রেকর্ড আছে মাত্র তিনজনের!

ওয়ানডেতে ৭০০০ রান আর ৩০০ উইকেটের যুগলবন্দি রেকর্ড গড়েছেন সাকিব। আজকের ম্যাচের প্রথম ইনিংস শেষে তার মোট রান ৭০৬৯ আর উইকেটসংখ্যা ৩০০। তার আগে ওয়ানডে ইতিহাসে এই যুগলবন্দি রেকর্ড আছে কেবল পাকিস্তানের শহিদ আফ্রিদি আর শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়াসুরিয়ার। সাত হাজারের মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছে ২১৬ ইনিংস।

সাকিবের আগে আরো একজন বাংলাদেশি ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক পেরিয়েছেন। তিনি তামিম ইকবাল। আরো আগেই তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে আট হাজারি ক্লাবের সদস্য হয়েছেন। 

আইরিশদের বিপক্ষে এই ম্যাচে ৩ রানে আউট হয়ে তামিম ইকবালের ক্যারিয়ার রান এখন ৮১৪৬। ৭০০০ ছুঁতে তামিমের লেগেছিল ২০৪ ইনিংস। দ্রুততম ৭০০০ রানের রেকর্ড গড়া হাশিম আমলার লেগেছিল স্রেফ ১৫০ ইনিংস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes