স্পোর্টস ডেস্ক : গত ২০১৫ সালে জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেই বাদ পড়েছিলেন রনি তালুকদার। তবে তিনি হাল ছাড়েননি। ৮ বছর পর ফিরেছেন বাংলাদেশ দলে, ব্যাট হাতে তুলছেন ঝড়। বয়স ত্রিশ পেরুলেও নিজের সামর্থ্যের সবটুকু জানান দিয়ে যাচ্ছেন রনি।
চলতি আয়ারল্যান্ড সিরিজের দুই টি-টোয়েন্টিতেও করেছেন ৩৮ বলে ৬৭ ও ২৩ বলে ৪৪। বাংলাদেশের বাকি ম্যাচগুলোতেও বাঘের মতোই খেলবেন বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে জাতীয় দলের টিম হোটেলে সাংবাদিকদের রনি তালুকদার বলেন, ‘আমরা বাঘের মতো খেলব। আমরা আধিপত্য বিস্তার করার চেষ্টা করব। আমাদের ভয়ডর থাকবে না, সব সময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে যাব।
হয়তো কখনো ব্যর্থ হব, কখনো আবার সফল হব। যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। কোচ-অধিনায়কের চিন্তাভাবনাও একই।’
এদিকে টিম ম্যানেজমেন্টই মেরে খেলার সাহস দিয়েছে রনিকে। তাই দল থেকে বাদ পড়ার ভয়ও নেই তার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন (বাদ পড়ার) ভয় কাজ করে না। কারণ, টিম ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে। আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। ইংল্যান্ড সিরিজের আগেও আমাকে বলেছে, তুমি বিপিএলে যে কাজটা করেছ, এখানেও সেই কাজটা করবে।’