স্পোর্টস ডেস্ক: আইপিএলের ১৬তম আসর শুরু হচ্ছে আজ (৩১ মার্চ) আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম থেকে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। উদ্বোধনী ম্যাচের আগে জেনে নিন আইপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি, বাংলাদেশ সময় অনুযায়ী।
গ্রুপ-‘এ’: মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।
গ্রুপ-‘বি’: চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ
ভেন্যু মোট ১২টি: দিল্লি, আহমেদাবাদ, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও মোহালি।