বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০১:৩০:৫০

কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে হঠাৎ অবসরে পাকিস্তানের কাণ্ডারি ওপেনার

কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে হঠাৎ অবসরে পাকিস্তানের কাণ্ডারি ওপেনার

স্পোর্টস ডেস্ক : আচমককাই এই সিদ্ধান্ত নেন পাকিস্তানের কাণ্ডারি ওপেনার ব্যাটসম্যান। পাকিস্তানের জাতীয় দলের ওপেনার হিসাবে মাঠে নেমে মুগ্ধ করেছেন ভক্তদের।

এবার তাদের কাঁদিয়ে দেয়ার মত সিদ্ধান্ত নেন! ক্রিকেটে পাকিস্তান যখন চ্যালেঞ্জের মুখে তখনন কোটি কোঠি ভক্তকে কাঁদিয়ে হঠাৎ অবসরে গেলেন তিনি।  

পাকিস্তানের ওপেনার ইমরান ফরহাদের এমন অবসরে খুশি নন দেশটির ক্রিকেট পরিবার। ফরহাতের অবসরের রহস্য মেনে নিতে পারার কথা নয় কিছুতেই।

ফরহাদ কয়েকদিন আগে সাবেক তারকা ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে (এমসিএল) ডাক পান। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিস্কার জানান, এমসিএলে খেলতে গেলে জাতীয় দল ছড়তে হবে তাকে।

আর অভিমানী সিদ্ধান্তে ফরহাদ কিনা এমসিএলকেই বেছে নিলেন! শুক্রবার অর্থাৎ আগামীকালই দুবাইতে শুরু হবে এমসিএল। এখানে তার চেয়ে সিনিয়রদের সাথে খেলবেন তিনি।

প্রসঙ্গত, ফরহাদ ৪০টি টেস্ট, ৫৮টি ওয়ান ডে সাতটি টি-২০ খেলেছেন৷ এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২,৬৬৯ রান করেছেন তিনি। এখন তিনি বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে