স্পোর্টস ডেস্ক: টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। আর এই বারই ফরম্যাট চেঞ্জ হয়ে স্বল্প ওভারের টি২০-তে শুরু হবে টুর্নামেন্টটি। ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরের প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
এশিয়া কাপের পাঁচটি ম্যাচ ফতুল্লার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করে এখন ফাইনাল সহ ১১টি ম্যাচই হবে ঢাকার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে। তবে ম্যাচ শুরুর সময় এখনো জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়ার টেস্ট খেলুড়ে চার দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। মূল টুর্নামেন্টের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্বও হবে বাংলাদেশ। যাতে অংশ নেবে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
এশিয়া কাপের পূর্নাঙ্গ সূচি:
ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ-ভারত
ফেব্রুয়ারি ২৫: শ্রীলঙ্কা-বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৬: বাংলাদেশ-বাছাই পর্ব পেরিয়ে আসা দল
ফেব্রুয়ারি ২৭: ভারত–পাকিস্তান
ফেব্রুয়ারি ২৮: বাংলাদেশ–শ্রীলঙ্কা
ফেব্রুয়ারি ২৯ : পাকিস্তান–বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ১: ভারত–শ্রীলঙ্কা
মার্চ ২: বাংলাদেশ–পাকিস্তান
মার্চ ৩: ভারত–বাছাই পর্ব পেরিয়ে আসা দল
মার্চ ৪: পাকিস্তান–শ্রীলঙ্কা
মার্চ ৬: ফাইনাল
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর