স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড কোথায় আর ব্যাট ও বল ধরতে না জানা এশিয়ার পুচকে দেশটি কোথায়? কিন্তু নিউজিল্যান্ডকে শুধু হারানোই নয় তাক লাগানোভাবে উড়িয়ে দিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশের মর্যাদা পাওয়া ছোট্ট দেশটির ক্রিকেটাররা।
যুববিশ্বকাপে অঘটনের শিকার নিউজিল্যান্ড। হিমালয়ের পাদদেশে থাকা নেপাল নিউজিল্যান্ডে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে। ফতুল্লাহর খান সাহেব স্টেডিয়ামে নেপাল ও নিউজিল্যান্ডের যুবাদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।
নেপাল শুরুতে ব্যাট করতে নেমে ২৩৮ রান করে। আর এর জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র ২০৬ রানে। ফলে ৩২ রানে জয় পেয়ে চমক দেখায় নেপাল।
অঘটন দিয়েই যুবাদের বিশ্বকাপে যাত্রা শুরু হয় নিউজিল্যান্ডের। দিনের অপর খেলায় আফগানিস্তানের বিপরীতে জয় পেয়েছে পাকিস্তান। আয়্যারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ভারত। কানাডার বিপক্ষে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কাও।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এশিয়ার দলগুলোর দাপটই লক্ষ্য করা যাচ্ছে।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর