বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৫:০৮:৩০

আচরণবিধি ভাঙায় এক ভারতীয় তারকাকে শাস্তি দিয়েছে আইসিসি

আচরণবিধি ভাঙায় এক ভারতীয় তারকাকে শাস্তি দিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যেকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা এটি। অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেটার খেলার মাঠে ভঙ্গ করেন আইসিসির আচরণবিধি।

সে ম্যাচে অবশ্য জয় পেয়েছে ভারত। তবে ভারতের কীর্তি ম্লান করেছে এক ভারতীয় ক্রিকেটীয়। ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়ার ব্যাট করার সময়  ১৬-তম ওভারে বল করেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক সেদিন অবশ্য ভারতের জয়ে বড় অবদান রাখেন। ওই ওভারে পান্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে আউট করেন। এর পরে তার সামনেই বুনো উল্লাসে ফেটে পড়েন পান্ডা।

এখানে আচরণ বিধি লঙ্ঘন করেছেন তিনি। আম্পারারা পান্ডিয়ার এই আচরণকে নীতিবর্হিভূত বলেছে। তার বিরুদ্ধে আইসিসি নির্ধারিত আচরণবিধির ২.১.৭ ধারা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। আচরণবিধি ভাঙায় এই ভারতীয় তারকাকে শাস্তি দিয়েছে আইসিসি।

মাঠে দায়িত্ব পালন করা আম্পায়ার সাইমন ফ্রাই, জন ওয়ার্ড, তৃতীয় আম্পায়ার পল উইলসন ও চতুর্থ স্টাফ গেরার্ড অ্যাবুড এই ভারতীয় ক্রিকেটারের দোষ খুঁজে পান।

এই অপরাধের জন্য পান্ডিয়াকে সরকারিভাবে তিরস্কার ও ম্যাচ ফি-এর সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে