বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৭:৪০:২৯

বিশ্বকাপের দ্বিতীয় দিনে ফতুল্লা স্টেডিয়ামে ঘটে গেল এক অঘটন

বিশ্বকাপের দ্বিতীয় দিনে ফতুল্লা স্টেডিয়ামে ঘটে গেল এক অঘটন

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপালের খেলাটি সম্প্রচার তালিকাতেও ছিল না। কিন্তু ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচেই ঘটে গেল বিরাট অঘটন! বর্তমান ক্রিকেটবিশ্বের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ডকে ৩২ রানে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই সবাইকে চমকে দিয়েছে ক্রিকেটের উদীয়মান দেশ নেপাল।

টসে জিতে ফিল্ডিং নেওয়া নিউজিল্যান্ডের লক্ষ্য হয়তো ছিল যত তাড়াতাড়ি সম্ভব নেপালকে অলআউট করে ম্যাচটা দ্রুত জিতে নেওয়া। কিন্তু সে আশা প্রথমেই ধাক্কা খায় নেপালের ব্যাটিংয়ে। নেপালের ব্যাটসম্যানরা প্রত্যয়ী ব্যাটিংয়ে ছুড়ে দেন ২৩৯ রানের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরানোর পথে দ্বিপেন্দ্র সিং আরি আর প্রেম তামাং নামের দুই বোলারের বোলিং তোপেই শেষ নিউজিল্যান্ড। এই দুই নেপালি বোলার নিজেদের মধ্যে ৫টি উইকেট ভাগাভাগি করে নিয়ে নিউজিল্যান্ডকে থামিয়ে দেন ২০৬ রানেই। ৩২ রানের এই দারুণ জয়ে নিজেদের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নটা এখন নেপাল দেখতেই পারে।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে