স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুতেই পাক বোলারদের ব্যাটিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ বলে পাঁচ চার এক ছয়ে ৫৩ রান করেন আফগানিস্তানের ব্যাটসম্যান তারিক। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার কারিম জ্যানেটের ব্যাট থেকে।
পাক দলে পক্ষে মুহসিন ছয় ওভারে ২৪ রানে তিনটি উইকেট নেন। আর পাঁচ মাত্র নয় রানের ৪ উইকেট তুলে নেন শাহদাব। একটি করে উইকেট নেন হাসান খান, আহমেদ শফিক ও সাইফ বাদার।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানের পাকিস্তানের ওপেনার ও অধিনায়ক গৌহর হাফিজ ১ রানে ফিরে যান। অপর ওপেনার জিসান মালিকের ব্যাট থেকে আসে ২৯ রান। ২৫ রানে ড্রেসিংরুমে ফিরেন তিন নম্বরে নামা মোহাম্মদ উমর। ১৭ রান করে রানআউট চতুর্থ ব্যাটসম্যান সাইফ বাবর। মোহসিন ২৮ রানে ও মাসুদ ১৩ রানে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে জিয়াউর রহমান দুটি উইকেট তুলে নেন।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস