স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম পর্বের সব ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে গিয়ে শক্তিশালী ভারতকে উড়িয়ে দিতে চান যুব টাইগারদের টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল।
প্রথম ম্যাচের জয়েই সুপার লিগ কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাটিই ছিল প্রথম ম্যাচে। সেই লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপে পরের দুই বাধা পেরোতে খুব একটা কঠিন হবে মিরাজ বাহিনীর। কারণ সামনে যুব টাইগাদের প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড।
আর এ দুইটি দলকে হারাতে পারলেই বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে চলে যাবে কোয়ার্টার-ফাইনালে।
সুপার লিগ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের গ্রুপের সঙ্গে জুড়ে থাকবে গ্রুপ ‘ডি’, যেখানে আছে ভারত ও নিউ জিল্যান্ড। ভারতকে মনে করা হচ্ছে এবারের আসরের ‘টপ ফেবারিট’। ভারতকে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন ধরে নিলে কোয়ার্টার ফাইনালে তাদেরকে এড়াতে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা জরুরি।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস