স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে বাংলাদেশে শুরু হওয়া আইসিসি যুব বিশ্বকাপে শুক্রবার মাঠে নামবে ছয়টি দল । তবে এই ছয়টি দলের মধ্যে ইংল্যান্ড ও ফিজি নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। আর বাকিরা নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। ম্যাচগুলো শুরু হবে সকাল নয়টায়।
এদিন চট্টগ্রাম এবং কক্সবাজারে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সি গ্রুপের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফিজির মুখোমুখি হবে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।
এদিকে, দিনের তৃতীয় ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ড ও নামিবিয়া পরস্পরের মুখোমুখি হবে।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস