শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৯:১৬:২০

সেটা কেবলই বেদনার স্মৃতি আশরাফুলের

সেটা কেবলই বেদনার স্মৃতি আশরাফুলের

স্পোর্টস ডেস্ক : ১০ মার্চ, ২০১২; গল টেস্টের তৃতীয় দিনের স্ট্যাম্প হয়ে গেছে। ক্রিজ ছেড়ে হাসি মুখে ফিরে আসছেন দুই অপরাজিত ব্যাটসম্যান - মোহাম্মদ আশরাফুল (১৮৯*) ও অধিনায়ক মুশফিকুর রহিম (১৫২*)। চার উইকেটে রান তখন ৪৩৮!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর একটি।কিন্তু এখন এটা কেবলই বেদনার স্মৃতি।বেদনার কারণ, সেই টেস্টের অন্যতম নায়ক মোহাম্মদ আশরাফুল এখন ক্রিকেট ইতিহাসের অন্যতম খলনায়কদের একজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের জের ধরে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, ক্রিকেটীয় বিবেচনায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে আশরাফুলের নাম আসবে না তা হতেই পারে না। তার ছয়টি টেস্ট সেঞ্চুরির মধ্যে পাঁচটিই যে এসেছে এই লঙ্কানদের বিপক্ষে।

টেস্টে আশরাফুলের গড় মাত্র ২৪। কিন্তু শ্রীলঙ্গার বিপক্ষে তার গড় ৪৫.৪১। দেশটির বিপক্ষে ১৩টি ম্যাচ খেলে রান করেছেন ১০৯০, যা তার মোট টেস্ট রানের প্রায় ৪০ ভাগ! আর কি অবিশ্বাস্য একেকটা ইনিংস।

শুরুটা হয় কলম্বো থেকে, ২০০১ সালে কিশোর বয়সে চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরনের মতো গ্রেট বোলারদের নিয়ে ছেলেখেলা করে খেললেন ১১৪ রানের ইনিংস। সেখান থেকে শুরু।

এরপর কেটে গেল ১১টি ইনিংস। একবছর বিস্ময়বালকের ব্যাটে রান নেই। অবশেষে তার ফেরাটাও হল সেই লঙ্কানদের বিপক্ষেই। কলম্বোর সেই মাঠেই খেললেন ৭৫ রানের ইনিংস। এরপর আবারও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ মুখোমুখি হয় ২০০৫ সালে। সেবার বলার মতো কিছু করতে না পারলেও এরপরের বছরই আবারও সেই পুরনো আশরাফুলকে দেখে শ্রীলঙ্কা। চট্টগ্রামে তার ব্যাট থেকে এলো ১৩৬ রান। ২০০৭ সালে আবারও কলম্বোতে সেঞ্চুরি। ২০০৮ সালে ঢাকায় আরেকটি সেঞ্চুরি।

সব মিলিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে আশরাফুলের চেয়ে বেশি রান করেছেন মাত্র একজন ব্যাটসম্যান। তিনি হলেন কুমার সাঙ্গাকারা। ৮২.৩১ গড়ে তিনি করেন ১৩১৭ রান।

ওয়ানডেতেও শ্রীলঙ্কার বিপক্ষে রান করার ক্ষেত্রে আশরাফুলই সবার চেয়ে এগিয়ে। ২৩.৮৭ গড়ে তিনি করেছেন চারটি হাফ সেঞ্চুরি সহ ৫৭৩ রান। দুদেশের মধ্যে ওয়ানডেতে রান করার ক্ষেত্রে তার থেকে এগিয়ে আছেন মাত্র চারজন ব্যাটসম্যান; আর এই চারজনই লঙ্কান - সনাথ জয়সুরিয়া, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গা।

ঘুরে ফিরে আশরাফুলের নাম আসলেও আদতে তিনি এখন কাঠগড়ায়! শ্রীলঙ্কার বিপক্ষে এখন কি নতুন নায়কের অপেক্ষা করছে বাংলাদেশ? না, সেই পুরানো নায়কেরই ফেরার অপেক্ষা?
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে