শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০১:৪৬:৪৩

‘আমার স্ত্রীকে ডাক্তার মৃত ঘোষণা করে, মহাপরিকল্পনা ছিল আল্লাহর’

‘আমার স্ত্রীকে ডাক্তার মৃত ঘোষণা করে, মহাপরিকল্পনা ছিল আল্লাহর’

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা তার জীবনের লোমহর্ষক বিষয় নিয়ে কথা বলেছেন। নিজের মুখে তিনি বলেছেন, আমার স্ত্রীকে ডাক্তাররা মৃত ঘোষণা করে, কিন্তু মহাপরিকল্পনা ছিল আল্লাহর।

২০১১ সালে বিশ্বকাপ আসরে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। মুর্তজা বলেছেন তার জীবনের সবচেয়ে দুঃখজনক সময় গেছে তখন। বিশ্বকাপ থেকে বাদ পড়ার কয়েকদিন পরে জন্ম হয় তার বড় মেয়ে হুমায়রার।

মাশরাফিকে নিয়ে লেখা বইয়ে তার দেয়া সাক্ষাৎকারে উল্লেখ আছে এই বিষয়ে বিস্তারিত। মাশরাফি সেখানে বলেছেন, দল থেকে বাদ পড়ার একটা লাভ হয়।

আমার স্ত্রীকে ডাক্তাররা ক্লিনিক্যালি মৃত ঘোষণা করে। তখন আমি ওর কাছে না থাকলে ওর অবস্থা কে কাছে থেকে বুঝত? মাশরাফি বলেন, আল্লাহর মহাপরিকল্পনা ছিল।

সে অবস্থায় জন্ম হয় হুমায়রার। তার মতে, দল থেকে বাদ পড়ার কারণে পরিবারের সাথে থাকতে পেরেছেন তিনি। এছাড়া সে সময়ের জটিল অবস্থা থেকে রক্ষা পেতে তার ভূমিকা কাজে এসেছে বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে