শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০২:১৭:০৮

মেসিকে নিয়ে অদ্ভুত তথ্য ফাঁস স্প্যানিশ মিডিয়ার

মেসিকে নিয়ে অদ্ভুত তথ্য ফাঁস স্প্যানিশ মিডিয়ার

স্পোর্টস ডেস্ক: এ নিয়ে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর পেলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। বলা যায় বর্তমান ক্লাব বার্সার প্রাণ ভোমরা মেসিই। তবে তাকে নিয়ে প্রায়ই গুঞ্জন উঠে বার্সা ছেড়ে অনত্র যাচ্ছেন তিনি।


সম্প্রতি মেসি ও রিয়াল মাদ্রিদকে ঘিরে অদ্ভুত তথ্য ফাঁস করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ মিডিয়া ক্যাডেনা কোপে নামক খবর বেরিয়েছে, মেসিকে কিনতে চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। একবার, দু’বার নয়। তিনবার। তাও ২০১১ সালের পর থেকে।


পত্রিকাটির আরো দাবি, ২০১১ সালের পর থেকে তিনবার মেসির দ্বারস্থ হয়েছে রিয়াল। প্রতিবারই মুখের ওপর ‘না’করে দিয়েছেন মেসি।

মূলত রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার সম্ভাবনা থেকেই তারা মেসিকে কেনার প্রস্তাব দিয়েছিল লজ ব্লাঙ্কোজরা। প্রথমবার ২০১১ সালে। রিয়াল চিন্তা করেছিল, ম্যানসিটি বড় অংকের বিনিময়ে কিনে নিতে পারে রোনালদোকে। সুতরাং, তাদের একজন আইকন প্রয়োজন। সে কারণে, তারা মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে। শুনে মেসি, সরাসরি বলে দিয়েছেন, বার্সা ছাড়া তার পক্ষে সম্ভব নয়।


আরেকবার ২০১৩ সালে। মাদ্রিদ আবারো চিন্তায় পড়ে গিয়েছিল রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনে। ফলে, রিয়ালের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা যোগাযোগ শুরু করে মেসির সঙ্গে। কিন্তু, এবারও মেসির ‘না’ এবং ব্যর্থ হয়ে ফিরে আসলেন তিনি।

সর্বশেষ এক বছর আগে একই কারণে মেসিকে কিনতে প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদের ওই শীর্ষ কর্মকর্তা।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে