শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০২:৫৮:২১

হতে চেয়েছিলেন আফ্রিদি, এখন তিনি শোয়েব আকতার!

হতে চেয়েছিলেন আফ্রিদি, এখন তিনি শোয়েব আকতার!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের বিপক্ষে। সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান।

বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ আসরে খেলতে এসে প্রথম দিনেই মুখ চেনান পাকিস্তানের এক নতুন মুখ। পাকিস্তান জয় পায় হাসান মহসিনের বোলিংয়ে। চার ওভার বল করার সুযোগ পান হাসান।

৪ ওভারে ১০ রান দেন তিনি। হাসান মহসিন তিনি ৩টি উইকেট পান। হাসান মহসিন জানান, তার বদলে যাওয়ার রহস্য। তিনি স্বপ্ন দেখতেন আফ্রিদির মত স্পিনার হওয়ার।

কিন্তু সেটা হয়ে ওঠা হয়নি তার। এখন তিনি পাকিস্তানের শোয়েব আক্তারের মত ফার্স্ট বোলার। হাসানদের বোলিং তোপে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

জবাবে প্রায় ২০ ওভার হাতে রেখে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান। প্রথম শ্রেণীর ক্রিকেটে আফ্রিদির মত লেগস্পিন বল করে সাফল্য পাচ্ছিলেন না হাসান মহসিন।

তাই নিজেকে বদলে দেয়ার অংশ হিসাবে শোয়েব আক্তারের মত ফার্স্ট বোলিংকে বেছে নেন তিনি। বিশ্বকাপের আসরে সাফল্য পেয়ে পাকিস্তানের ক্রিকেটে এখন এক আলোচিত নাম হাসান মহসিন।

হাসান মহসিন মাত্র ৬ মাস আগে ফার্স্ট বোলিং শুরু করেন। আর এই স্বল্প সময়ের ব্যবধানে তিনি হয়ে ওঠেন পুরোদস্তুর ফার্স্ট বোলার। এই হাসান এখন ভবিষ্যতের আবদুর রাজ্জাক বা শোয়েব আকতারের পথেই হাঁটছেন।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে