আরিফুর রাজু : সম্প্রতি সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ শেষে টাইগার দল এখন খুলনায় অবস্থান করছেন। খুলনায় অবস্থানের মূল উদ্দেশ্য আসন্ন এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপের আগে নিজেদের ভুল গুলো সুধরিয়ে নেয়া। তাই নিয়ম মাফিক রোজই বৈরি আবহাওয়াতে হাড় ভাঙা অনুশীলন করছেন মাশরাফি-সাকিবরা। ইনজুরি কাটিয়ে ২/৩ দিন ধরে সতীর্থদের সঙ্গে গলা মেলাতে দেখা যাচ্ছে মুশফিককে। তবে ডাক্তারের নিষেদাজ্ঞায় তাকে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে দেখা যায়নি।
বহু দিন ধরে দলের সবাই পরিবার থেকে দূরে। তাই সুযোগ পেলেই খুলনার দর্শনীয় স্থান, মাশরাফির দাদুর বাড়িসহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, আড্ডা এসবও চলতে অনুশীলনের পাশাপাশি।
তেমনি বুধবার জাতীয় দলে নতুন সুযোগ প্রাপ্ত নুরুল হাসান সোহানের বাসায় খানিকের জন্য ঢু মারেন মাশরাফিরা। সেখানে তারা রাতের খাবারও শেষ করেন। তবে কি তাতেই সীমাবদ্ধ? তাসকিন-নাসিররা আধুনিক যুগের ছেলে বলে কথা। তাই খাওয়া শেষে ফেরার পথে স্মৃতি স্বরুপ সেলফি তুলতে কি ভুল হয়? কখনই না।
টাইগার দলের নতুন উদীয়মান উইকেটর রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসানের সোহানের বাসা থেকে ফেরার পথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন তাসকিন।
প্রসঙ্গত, নুরুল হাসান সোহান এই পর্যন্ত ৪টি আন্তর্জাতিক টি২০ খেলে ৫২ রান করার সুযোগ পান।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর