স্পোর্টস ডেস্ক: চলতি মরশুমে শেষে PSG ছাড়ছেন মেসি। সরকারি ঘোষণা না হলেও এই খবরটা মোটামুটি পাকা। চ্য়াম্পিয়ন্স লিগে হারের পর থেকেই PSG-র সঙ্গে মেসির সম্পর্ক তলানিতে যেতে থাকে। এরপর মেসিকে সাসপেন্ড করায় পরিস্থিতি আরও খারাপ হয়। মেসি PSG ছাড়ছেন এই খবর সামনে আসার পর মেসিকে দলে নিতে নেমেছে আল হিলাল, বার্সেলোনা সহ একাধিক দল। আল হিলাল আকাশছোঁয়া অর্থের প্রস্তাব দিলেও বার্সা অনেক কম টাকার প্রস্তাব দেয়।
তবে এবার মেসির দল বদল নিয়ে একটি রিপোর্ট সামনে এল। জানা গিয়েছে বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা মেসিকে দলে ফেরানোর ব্য়াপারে চুক্তি প্রায় পাকা করে ফেলেছে। বার্সেলোনায় আর্থিক সমস্যা থাকলেও তারা মেসির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
বার্সেলোনার এক সাংবাদিক জানান, জোয়ান লাপোর্তা জানিয়েছেন, যদি মেসি চান তাহলে তিনি বার্সার হয়ে খেলতে পারেন।
৩০ জুন পর্যন্ত মেসির সঙ্গে PSG-র চুক্তি রয়েছে। তারপর আর চুক্তি বাড়ছে না। কারণ চুক্তি বাড়ানোর হলে এতদিনে তা হয়ে যেত। মেসিকে যদিও PSG-র পক্ষ থেকে কম বেতনে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি।
মেসিকে দলে নিতে এগিয়ে রয়েছে ইন্টার মিয়ামি। যার মালিক ডেভিড বেকহ্যাম কিছুদিন আগে মেসির সঙ্গে দেখা করেন। যদিও সেটা ফলপ্রসূ হয়নি বলে খবর। এরপর আল হিলালে মেসি যোগ দিচ্ছেন বলে খবর। মেসির সঙ্গে ২ হাজার কোটি টাকা বেশি অর্থের চুক্তি হয়েছে বলে খবর সামনে আসে। এবার বার্সা নতুন করে উঠে এল। তবে বার্সায় গেলে মেসিকে কম টাকায় যোগ দিতে হবে।
কিছুদিন আগে স্পেনের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জোয়ান লাপোর্তা জানান, তাঁরা মেসিকে দলে নিতে যা দরকার তাই করবেন। তিনি বলেন, ‘সৌদি আরবকে সম্মান জানিয়ে বলছি, বার্সা হল বার্সা। আর এটা মেসির বাড়ি। তবে ও এখন PSG-র প্লেয়ার। একবার ওর সঙ্গে চুক্তি শেষ হোক, তারপর এই বিষয়ে কথা বলা যাবে।’
তবে আর্থিক তছরুপ থাকায় বার্সার উপর লা লিগার নজর রয়েছে। ফলে তাদের কোনও সিদ্ধান্ত নিতে গেলে লা লিগার থেকে প্রস্তাব নিতে হবে। তবে আগামী মরশুমে শক্তিশালী দল গঠন করতে সবধরনের চেষ্টা তাঁরা চালাবেন বলে জানানো হয়েছে।