স্পোর্টস ডেস্ক: ট্যাক্স ফাঁকির মামলায় একের পর এক ফাঁসছেন বার্সেলোনা তারকারা। এই তো সেদিন মাশচেরানো পেয়েছেন এক বছর কারাদন্ড। এবার নতুন জরিমানায় গুণতে হচ্ছে নেইমারকে। তবে সেটা তার দেশেই। এছাড়া তার সঙ্গে মামলায় জড়ানো হয়েছে তারা বাবাকেও।
সাবেক ক্লাব সান্তোসে থাকাকালীন সময়ে ২০০৭ থেকে ২০০৮- এই এক মওসুমের ট্যাক্স ফাঁকির কারণে নেইমারের নামে ১ লাখ ১২ হাজার ডলার জরিমানার শাস্তি ঘোষণা করা হয়েছে সাও পাওলোর একটি আদালত থেকে। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৯০ লাখ টাকা।
তবে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আদালত যে রায় ঘোষণা করেছে তারা সেটির বিরুদ্ধে আপিল করবেন।’
এছাড়া তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জরিমানার পরিমানটা অস্বাভাবিক বেশি করা হয়েছে। এ কারণেই মূলতঃ আপিলের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বার্সেলোনায় অবশ্য নেইমার পারিশ্রমিক পান সপ্তাহে ২ লাখ ১৫ হাজার ডলার করে।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর