শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৩:৪৯:৪৯

মাশরাফির এলাকায় সর্বোচ্চ গতির দুই তারকাকে খুঁজে পেল বাংলাদেশ

মাশরাফির এলাকায় সর্বোচ্চ গতির দুই তারকাকে খুঁজে পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের নানা সমস্যা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সমস্যাগুলোর সমাধান করার মিশনে নামে দেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের একটি বড় সমস্যা হলো বোলারদের বলে গতিকম। এবার দ্রুত গতির দুই বোলারকে খুজে পেয়েছে বাংলাদেশ। বিসিবির উদ্যেগে পেসার হান্ট প্রতিযোগিতা শুরু হয় কয়েক সপ্তাহ আগে।

মাশরাফির এলাকা খুলনায় ৮৫৫ জন পেস বোলার রেজিস্ট্রেশন করেন। এখান থেকে দুইজনকে গতিতারকা হিসাবে খুঁজে পেয়েছে বিসিবি। তাদের বলের গতি প্রতি ঘন্টায় ১৩১ কিলোমিটার।

এই দুই বোলার হলেন নাজমুল হোসাইন ও সাইফুল ইসলাম। দেশব্যাপী দ্রুত গতির পেস বোলার খুঁজতে বিসিবির সাথে স্পন্সর হিসাবে রয়েছে  রবি আজিয়াটা লিমিটেড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা হলো দ্রুত গতির বোলারদের খুঁজে এনে বিশেষ ক্যাম্পের মাধ্যমে জাতীয় দলে নিয়ে আসা। জাতীয় দলকে আরো শক্তিশালী করার জন্যই মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই প্রচেষ্টার অংশ হিসাবে এই দুই বোলারকে খুঁজে পাওয়া।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে