শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৪:১৪:০৯

বিশ্বের ভয়ংকর খেলাগুলো দেখলেই শিহরে উঠবেন আপনি

বিশ্বের ভয়ংকর  খেলাগুলো দেখলেই  শিহরে উঠবেন আপনি

স্পোর্টস ডেস্ক: খেলা হচ্ছে মন ও শরীর ভালো রাখার মোক্ষম হাতিয়ার। যুগ যুগ ধরে মানুষের মনোরঞ্জনের একটি অন্যতম মাধ্যম খেলা।

মন ও শরীর ভালো রাখতে খেলাধুলার কোন জুড়ি নেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরি ভূমিকা পালন করে।

কত হাজার রকমের যে খেলা রয়েছে এই দুনিয়ায় তার কোন হিসেব নেই। কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খেলা কোনগুলি জানেন? তবে আজ জেনে নিন তেমনই কিছু রোমাঞ্চকর খেলার নাম:

 

হেলি স্কিইং : বিশ্বের সবচেয়ে দামি এবং ভয়ঙ্কর খেলাগুলির মধ্যে একটি হল এই খেলাটি। বরফের উপর দিয়ে স্লাইড করে উপর থেকে নিচের দিকে নামার এক অদ্ভুত রোমাঞ্চকর খেলা হেলি স্কিইং। খেলাটি দেখতে খুব সুন্দর লাগলেও এতে ভয়ঙ্কর বিপদের ঝুঁকি রয়েছে প্রতি পদে পদে।

বিগ ওয়েভ সার্ফিং : এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খেলাগুলির একটি। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে স্লাইড বোর্ডের মাধ্যমে জলের ধাক্কা কাটিয়ে কাটিয়ে এগিয়ে চলার খেলা। ৪০-৫০ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কা সামলানো মুখের কথা!

স্ট্রিট লুজিং : চাকা লাগানো একটা স্কেটিং বোর্ডের উপর বসে দুই হাত দিয়ে ঠেলে ঠেলে পাহাড়ের ঢাল বেয়ে নামার এই অদ্ভুত খেলাটি ভারি মজার দেখতে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনাও কম নেই এই খেলায়।

বুল রানিং : পেছন থেকে ছুটে আসা ষাঁড়ের গুঁতো থেকে নিজেকে বাঁচিয়ে দৌড়নোই এই খেলার আসল মজা।

বুল রাইডিং : চার দিক ঘেরা মাঠের মধ্যে ক্ষিপ্ত ষাড়ের পিঠে চড়ে টিকে থাকার এক ভয়ঙ্কর খেলা এটি। এই খেলায় প্রাণের ঝুঁকি কিছু কম নয়।

মোটরসাইকেল জাম্পিং : বড় বড় ২০-৩০ ফুট উঁচু মাটির ঢিবির উপর দিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে একটার পর একটা উঁচু লাফ এবং তার সঙ্গে ভয়ঙ্কর জাগলিং...সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর খেলা এটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনাও কম নেই এই খেলায়।

বেস জাম্পিং : অন্তত ১০০০-১৫০০ ফুট উঁচু টাওয়ারের উপর থেকে সোজা নীচে লাফ! তার পর মাটি ছোঁয়ার একটু আগে প্যারাশ্যুট খুলে নিয়ে নীচে নেমে আসা। এটাই এই খেলার আসল মজা। এই খেলায় অংশ নিতে গেলে মন আর স্নায়ুর জোর বেশ অনেকটাই থাকা প্রয়োজন। কারণ, কখনো কখনো চার-পাঁচ হাজার ফুট উঁচু থেকেও নীচে লাফিয়ে পড়ার ব্যবস্থা আছে। এই খেলার ঝুঁকি কতটা তা বলার প্রয়োজন আছে কি?

কেভ ডাইভিং : সমুদ্রের অতলে ডুবে জলের অনেক নীচে লুকিয়ে থাকা বড় বড় গুহার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ানোর অদ্ভুত খেলা এটি। বেশ রোমাঞ্চকর এই খেলাটি বিশ্বের অসংখ্য মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। তথ্যসূত্র : আরটিএনএন

২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে