স্পোর্টস ডেস্ক : স্বপ্নের বিশ্বকাপ আসরের তৃতীয় দিন আজ (শুক্রবার)। সকাল থেকেই বিশ্বকাপের আবহে শুরু হয় দিনের যাত্রা। কিন্তু বিকাল না গড়াতেই চট্টগ্রামের কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অঘটনের জন্মদেয় ক্রিকেটের নতুন দেশ নামিবিয়া।
নামিবিয়ার প্রতিপক্ষ ছিল জাতীয় টিমের বিশ্বকাপে অংশ নেয়া আয়্যারল্যান্ড। যুবাদের বিশ্বকাপে স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে অঘটনের জন্মদিয়েছে তারা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে হারিয়েছে অঘটনের যাত্রা শুরু করে এশিয়ার পুচকে দেশ নেপাল।
এই যাত্রায় এবার স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নামিবিয়া। নামিবিয়ার বোলিং আক্রমণে ১৫৯ রানে গুটিয়ে যায় শক্তিশালী স্কটল্যান্ড। এর জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে জয় তুলে নেয় নামিবিয়া।
২৪ ওভার হাতে রেখেই জয় পায় শিগগিরই টাইগারদের বিপক্ষে মাঠে নামতে যাওয়া নামিবিয়া। নামিবিয়ার আউট হওয়া ওপেনার ব্যাটসম্যান ডেবিন ৩৭ বলে করেন ৫২ রান।
ওপেনার ইটন ৬৭ বলে অপরাজিত থাকেন। তার সাথে ৩৯ রানে অপরাজিত থাকেন গ্রিন। নামিবিয়ার ক্রিকেটাররা অঘটনের জন্ম দিয়ে টাইগারদের বিশেষ বার্তা দিয়েছে!
নিজেদের প্রথম ম্যাচে চমক দিয়ে টাইগারদের সতর্কবার্তা দিয়েছে নামিবিয়ার ক্রিকেটাররা। এদিন লক্ষ্যনীয় ছিল নামিবিয়ার ক্রিকেটারদের ব্যাট ও বলের যুদ্ধ।
নামিবিয়ার ব্যাটসম্যানদের পাশাপাশি দাপট ছিল বোলারদেরও। ইটন ব্যাটিং দাপটের সাথে দুটি উইকেটও শিকার করেন। লিংগেন পান ৩ উইকেট। অন্যদের মধ্যে ওজাইল ও ব্রিটসও পান দুই উইকেট।
২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টিম। বিশাল জয়ে এগিয়ে থাকা টাইগারদের আগাম সতর্ক হতে বলেছে এই পুচকে নামিবিয়া! প্রসঙ্গত, কোনো দলকে অবহেলার চোখে দেখলে সর্বনাশ হওয়ার সম্ভাবনা থাকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মিজানুর রহমান এই বিষয়ে সতর্ক বলে এক সাক্ষাৎকারে জানান। সঞ্জিব সাহাকে দল থেকে হারানোর পরে তিনি জানান, সেরা একাদশের দিকেই দৃষ্টি আমাদের।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর