স্পোর্টস ডেস্ক : ম্যাচে ফিক্সিং বুঝি! ঘোরতর রহস্য। বিশ্বকাপ খেলুড়ে এক টাইগার ক্রিকেটাররাকে কড়া নিরাপত্তায় রাখছে বিসিবি কর্মকর্তা অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও।
খেলোয়াড়ের নাম পিনাক ঘোষ। বাংলাদেশের বিশ্বকাপ টিমের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। পিনাক ঘোষকে দেয়া হচ্ছে লক্ষ্যনীয় পাহারা। এর কারণ হিসাবে জানা যায় বিশ্বকাপকে কলঙ্কমুক্ত রাখার জন্য আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ তাড়া রয়েছে।
পিনাক ঘোষ ফাস্টফুট খেতে খুব ভালোবাসে। যেখানে যেখানে যাওয়া তার অভ্যাস। কয়েকদিন আগে ক্রিকেটারদের মোবাইলফোন কেড়ে নেয়া হয়।
কেবল বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়ে মোবাইল ব্যবহার করতে পারবেন তারা। অন্যথায় নয়। কোথায়, কখন গিয়ে কাদের সাথে মিশে এই বিষয় নিয়ন্ত্রণের জন্যই পিনাক ঘোষকে বিশেষ প্রহরায় রাখা হচ্ছে।
পিনাক ঘোষ এই বিষয়ে বলেন, পাহারা আমার জন্যে সব সময়ই থাকে। কোচ, ট্রেনার, সবাই অনেকভাবে আমাকে পাহারা দেয়। স্যান্ডউইচ, বার্গার, চিকেন খেতে দেয় না।
চুরি করে মাঝে মাঝে খেয়ে ফেলি। মাঝে মাঝে ধরাও খাই। চুরি করে যখন খাই তখন যদি এসে পরে লুকাতে গিয়ে ধরা খাই। কিছু খেলে তারা জিজ্ঞেস করে আমি তাদের দেখিয়ে দেই।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর