সোমবার, ২২ মে, ২০২৩, ১১:০৯:১৭

'মেসি যদি আসে, আল্লাহ আমাকে রক্ষা করুন'

'মেসি যদি আসে, আল্লাহ আমাকে রক্ষা করুন'

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ আগামী জুনে। ফ্রি এজেন্ট হয়ে আর্জেন্টিনার ফরোয়ার্ড কোথায় যাচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছেই। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, সৌদি আরবের ক্লাব আল হিলাল রেকর্ড বেতনে তার সঙ্গে চুক্তি করার অপেক্ষায়। আর এই খবরে ভয়ে আছেন  সৌদি আরব ও আল হিলালের ডিফেন্ডার আলী আল-বুলাইহি।

ভয় পাওয়ার কারণ, গত বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরব ২-১ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে। ওই খেলায় মেসিকে কটাক্ষ করেন আল-বুলাইহি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ওই ঘটনা মনে রেখে আরবীয় দলে পা রাখলে এই ডিফেন্ডারের টিকে থাকাই দুষ্কর হবে বলে শঙ্কা তার।

আল হিলালের পাঁচ নম্বর জার্সিধারী আল-বুলাইহি আরবীয় গণমাধ্যম এসবিসি-কে মজা করে বলেন, “আমি জানি না কী ঘটবে এবং আমি ভয় পাচ্ছি যে সে (মেসি) বলবে, ‘আমি চাই না পাঁচ নম্বরকে (খেলোয়াড়)।’ মেসি আসবে নাকি আসবে না আমার জানা নেই। কিন্তু সে যদি আসে, আল্লাহ আমাকে রক্ষা করুন।”

৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার হাসিমুখে আরও বললেন, ‘যদি সে আসে, ইনশাআল্লাহ, আমি প্রথম দুই দিন উপস্থিত থাকবো না। দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখবো যে সে আমাকে ভুলে গেছে কি না।’ আল-বুলাইহি নিশ্চিত করেছেন, বিশ্বকাপে আরবিতে মেসিকে বলেন যে লম্বা সময় খেলা হলেও সৌদিকে হারাতে পারবে না আর্জেন্টিনা। 

সৌদি ডিফেন্ডার আরও জানান, ২০১৮ বিশ্বকাপে এদিনসন কাভানি ও লুইস সুয়ারেজের আক্রমণভাগকে মোকাবিলা করার অভিজ্ঞতার কারণে মেসির সামনে দাঁড়াতে ভয় লাগেনি। তিনি বলেন, ‘উরুগুয়ে ম্যাচের পর আমার মনে হয়ছিল, তিনজন মেসির মুখোমুখি হতেও কখনও ভয় পাবো না। মেসি একজন কিংবদন্তি। আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, সে হয়তো আসতে পারে। সে একজন সেরা, কিন্তু শেষ পর্যন্ত খেলাটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে