স্পোর্টস ডেস্ক: স্বাগতিক অস্ট্রেলিযার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে হেরেছে ধোনি বাহিনী। অবশেষে স্বল্প আসরের টি২০ ম্যাচে এসে নিজেদের চেনায় স্বাগতিকরা। তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানের জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জয়ের স্বাদ পায় স্বাগতিক ভারত।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল তিনটায় অনুষ্ঠিত ম্যাচটিতে সফরকারীদের দেয়া ১৮৫ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই বিধ্বংসী খেলতে থাকে অস্ট্রেলিয়ার দুই ওপেনার।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর