স্পোর্টস ডেস্ক : কোনো নতুন মুখ নন। সবার চেনাজানা কুমার সাঙ্গাকারা মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে খেলেছেন চিরকাল স্বরণে রাখার মত একটি ইনিংস।
জ্যামিনি অ্যারাবিয়ানসের সেনাপতি মাশরাফি বিন মুর্তজা মাঠে নামের জ্যাক ক্যালিসের লিবরা লিজেনডেসের বিপক্ষে। কুমার সাঙ্গাকারা ফের তার ভক্তদের মন জয় করেন।
এই বয়সেও তিনি এমন ক্রিকেট খেলতে পারেন! টি-টোয়েন্টি ম্যাচে সাঙ্গার দল করেছে ২৩৪। এখানে সাঙ্গকারার রয়েছে ঝড় তুফানময় ইনিংস। ৪৩ বলে ৮৬ রান করেছেন তিনি।
৭ টি ছয় ও ৬ টি চার মেরেছেন এই ব্যাটিং জিনিয়াস। সাঙ্গাকারাদের কাছে পাত্তাই পাননি জ্যাক ক্যালিসরা। ৭৮ রানে ম্যাচ জিতেছে সাঙ্গাকারার দল।
জ্যামিনির হয়ে লেবি ৬২ ও হজ করেছেন ৪৬ রান। জ্যামিনির দেয়া বিশাল টার্গেট তাড়া করার চেষ্টায় ২০ ওভার খেলে ১৫৬ রান করতে সক্ষম হয় লিবরা।
সাঙ্গাকারার ব্যাটিং দেখেই হতবাক হয় প্রতিপক্ষ। একই সাথে পুলকিত হন ভক্তরা। টুর্ণামেন্টে প্রথম ম্যাচে জয়ের সুবাধে ফেবারিট হিসাবেই নাম লেখাল জ্যামিনি।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর