শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৬:৫৬:১৬

বাবার অর্ধেকের সমান হতে চান সাকিব

বাবার অর্ধেকের সমান হতে চান সাকিব

আরিফুর রাজু:  আসন্ন এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বসেরাদের আসর টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে খুলনায় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগার দল। মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের কথা থাকলেও চলতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ­কারণে খুলনাতেই অনুশীলন করতে হচ্ছে মাশরাফিদের।

টাইগার দলের সঙ্গে নিয়মিত ‍রুটিন মাফিক হাড়-ভাঙা পরিশ্রম করছেন সাকিব আল হাসান। দলের বড় তারকা এবং বিশ্বসেরা ক্রিকেটাদের একজন হওয়াতে তাকে ঘিরে দলের লক্ষ্যটাও অন্যরকম। এক কথায় বলতে হয় আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপে ভালো ফলাফলে পুরো দল তাকিয়ে সাকিব-মাশরাফিদের দিকে। তাই তো ইনজুরি নিয়েও রোজ নেটে ঘাম ঝরাচ্ছেন মুশফিকুর রহিম।

ছেলে সাকিব আল হাসান খুলনাতে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। আর পাশের জেলা মাগুরাতে থাকছেন বাবা-মা। সাকিবের মা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও বাবা মাশরুর রেজা ঠিকই ছেলেকে দেখতে খুলনাতে ছুটে এসেছেন।

আর বাবার এমন আকস্মিক আগমনে দারুণ আপ্লুত ছেলে সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবার সাথে এই ছবিটি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘হঠাৎই খুলনায় চলে এসেছেন বাবা। আমার জীবনের একমাত্র ব্যক্তি, যিনি আমাকে সবসময় পথ দেখান। জীবনে আমি যেন অন্তত তার অর্ধেকের সমানও হতে পারি এবং তার মতোই সবসময় বিনয়ী থাকতে পারি। বাবার জন্য ভালবাসা।’

প্রসঙ্গত, সাকিব জাতীয় দলের হয়ে ৪২ টেস্ট, ১৫৭ ওয়ানডে এবং ৪২ টি টি২০ খেলেছেন।

২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে