শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৭:১৭:৩৪

টাইগারদের খাঁচায় বন্দি করার হুমকি

টাইগারদের খাঁচায় বন্দি করার হুমকি

স্পোর্টস ডেস্ক: শুক্রবার স্কটল্যান্ডকে ৯উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুভসূচনা করেছে নামিবিয়া। তাই যারপরনাই আনন্দিত দলটি।

আর ম্যাচ শেষে গ্রুপের প্রতিপক্ষ টাইগারদের খাঁচায় বন্দি করার হুমকি দিয়েছেন নামিবিয়ার কোচ নরর্বাট মানিয়ান্ড।

ম্যাচ শেষে নরবার্ট বলেন, ‘আমরা বাংলাদেশকে হারাতে প্রস্তুত। আর শুধু বাংলাদেশ কেন, দক্ষিণ আফ্রিকাকেও হারাতে পারি। ক্রিকেটে যেকোন কিছু হতে পারে। আমাদের সামর্থ্য আছে অনেকটা পথ যাওয়ার।’

এছাড়া তিনি আরো বলেন, ‘ একতাই হচ্ছে আমাদের দলের সবচেয়ে বড় শক্তি। আজকের ম্যাচেও বোলিং-ফিল্ডিংয়ে সেটি বোঝা গেছে। কেউ হয়তো ৫ উইকেট নেয়নি, কিন্তু সবাই অবদান রেখেছে। টিম স্পিরিট ছিল দারুণ। আর দলীয় সংহতি দিয়ে ক্রিকেটে অনেক কিছুই করা সম্ভব।’

এখান দেখার বিষয় প্রতিপক্ষ বাংলাদেশে বিপক্ষে দেয়া বক্তব্য কতটুকু পালন করতে পারেন নরবার্ট।

২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে