স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুপার স্টার নাসির হোসেন। সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে মাঠে নামানো হয়নি তাকে। তারপরও দলের সঙ্গে সর্বত্রই ছিলেন তিনি।
আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ উপলক্ষে্য বর্তমানে দলের সঙ্গে খুলনায় অবস্থান করছেন নাসির।
শুক্রবার নাসির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি সেলফি পোস্ট করে রীতিমত সমালোচনায় পড়েছেন নাসির।
নাসিরের আপলোডকৃত ছবিটি নিচে কমেন্টে প্রতিবাদ ছাড়াও বিভিন্ন পেজ থেকে জানানো হচ্ছে প্রতিবাদ। ভক্তদের গাড়ির বাইরে রেখে নাসিরের ওই সেলপিতে আরাফাত ফয়সাল নামে এক ভক্ত লেখেন, ‘সুস্থ বিবেক সম্পন্ন মানুষের গায়ে লাগবে পোষ্ট টা।আপনি যে জায়গায় আছেন বর্তমানে সে জায়গায় আপনাকে ওরাই তুলছে।গাড়ি থেকে নেমে সেলফি টা তুললে আরেকটু সুন্দর দেখাতো।কি আর করবেন,বাংগালী তো।বিবেক নাই আর কি!’
সোহাগ মাহমুদ নামে আরেক ভক্ত লেখেন, ‘ভাবে গাড়ির ভেতর থেকে একাই ছবি আপলোড দেওয়ার চাইতে সবাইকে সাথে নিয়ে মানে সবার পাশে থেকে তুললে আরও better হত। ওরাও অনেক আনন্দিত হত।’
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর