স্পোর্টস ডেস্ক : আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকার বেশি।
এ ছাড়া রানার্সআপ দল পাবে ৮ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে আট কোটি টাকা। এর আগের আসরেও একই অঙ্কের প্রাইজমানি পেয়েছিল দলগুলো। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমের জন্য ৩.৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
এদিকে বাংলাদেশি টাকায় প্রায় ৪১ কোটি টাকা। এর মধ্যে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া বাকি দলগুলোও মোটা অঙ্ক পেতে চলেছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ৫ কোটি টাকা।
চার নম্বরে থেকে এবারের মৌসুম শেষ করা ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। আগের আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবার ৬ নম্বরে থেকে আসর শেষ করেছে। আর যথাক্রমে ৭, ৮ ও ৯ নম্বরে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ রয়েছে। প্রত্যেকেই পাবে ১ লাখ ডলার করে। যা এক কোটি টাকার কিছু বেশি।