শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৯:০৩:০০

ধোনির সাথে টক্কর, কী হবে এবার যুবরাজের?

ধোনির সাথে টক্কর, কী হবে এবার যুবরাজের?

স্পোর্টস ডেস্ক: কী হবে এবার ভারতীয় ক্রিকেট দলের হটহিটার ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের? অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আমলে ওয়ানডে স্কোয়াডে আর জায়গা হয় না যুবির। যদিও অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছে তারপরও হতাশার ভুগছেন যুবি। কারণ প্রথম ম্যাচে যুবরাজকে বসিয়ে রেখেছেন সুরেশ রায়নাকে আগে ব্যাট করতে পাঠান ধোনি। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে পারেননি তিনি।

২০১৪ সালে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন যুবরাজ সিং। সেবার বাংলাদেশের মাটিতে যুবরাজ নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি। সমালোচিত হয়েছিলেন তিনি। সবাই বলতে শুরু করে দিয়েছিলেন, ক্রিকেট-ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে যুবরাজের। তবে এখন বলা যাচ্ছে যুবির ক্যারিয়ার শেষ হচ্ছে কি না।

অস্ট্রেলিয়া সফর গিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি তিনি। প্রথম ম্যাচে যুবরাজকে বসিয়ে রেখে সুরেশ রায়নাকে আগে ব্যাট করতে পাঠান ধোনি। বল হাতেও যুবির কাছ থেকে অতীতের সেই পারফরম্যান্স পাওয়া যায়নি।

শুক্রবার দ্বিতীয় টি টোয়েন্টিতেও যুবরাজ ব্যাট হাতে নামার সুযোগ পাননি। এদিন ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারে তুলে আনেন। ফলে আর ব্যাট করা হয়নি যুবরাজের। এখানেই তো যত প্রশ্ন। যুবরাজের ভবিষ্যৎ কী? টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে।যুবিকে কি দেখা যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে? ধোনির পছন্দের তালিকায় কিন্তু নেই যুবরাজ।
১৯ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে